ছবির মানুষটিকে চিনতে পারছেন ? … উনি সেই চা কাকু , গতবার লকডাউনের সময় বাইরে বেরিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে যিনি চূড়ান্ত পরিমাণে ট্রলোড হয়েছিলেন …. কিন্তু সময়ের সাথে সেই হিংসা কখন যেনো বদলে গেছিলো ভালোবাসায় … মিষ্টি করে ‘ আমরা কি চা খাবো না , খাবো না চা ‘ বলা মানুষটার মায়ায় জড়িয়েছিলেন নেট দুনিয়ার কম বেশি সমস্ত মানুষই …

সেই সময়টায় মানুষটাকে নিয়ে তৈরি একাধিক ভিডিও লকডাউনের কঠিন পরিস্থিতিতে প্রচুর মনরঞ্জন দিয়েছে আমাদের , জুগিয়েছে হাসির খোঁড়াক … পেশায় দিনমজুর মানুষটি তারপর থেকে মন জিতেছেন বেশ কিছু বার , এলাকায় কোভিডি যোদ্ধা হিসেবে পাশে থেকেছেন করোনাকালে …

একদিন দোকানে কিছু মুহূর্তের জন্য চা খেতে এসে ভাইরাল হওয়া দিন আনা দিন খাওয়া মানুষটা আজ নিজের নতুন দোকান খুললেন … তাকে নিয়ে যেমন হাসিঠাট্টা করেছি আমরা কমবেশি সবাই , ঠিক তেমনই তার জীবনের এই শুভদিনে শুভকামনা জানানোটাও আমাদেরই কর্তব্য …

ভালো থাকুন মৃদুল কাকু , আর আমাদের সবার ‘ চা কাকুর দোকান ‘ এর জন্য একরাশ শুভকামনা … একদিন অনেক বড়ো ব্যবসায়ী হন … আর পরম শত্রুর মন জিতে নেওয়ার মতোই একটা সরল হাসি আছে আপনার , ওটাকে শুধু টিকিয়ে রাখবেন ব্যাস …

লেখা ~ গৌরব চক্রবর্তী

Loveyoucoochbehar21

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started